|| ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই রমজান, ১৪৪৬ হিজরি
দিনাজপুরের বিরামপুরে অটো চার্জার এর চালকের দুর্বৃত্তদের হাতে জিব্বা কর্তন -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ ফেব্রুয়ারি, ২০২১
দিনাজপুরের বিরামপুর উপজেলার পৌরমহল্লার ৪নং ওয়ার্ড কৃষ্টচাঁদপুর মহল্লার হাসিম উদ্দিনের ছেলে হামিদুলের জিহ্বা কর্তন করেছে দূর্বৃত্তেরা।
জানা যায়,১লা ফেব্রুয়ারী (জানুয়ারি) গত রাত আনুমানিক ১১ঃ০০ ঘটিকার সময় হামিদুল ইসলাম (অটোচার্জার চালক) গাড়ি বন্ধ করে বাড়িতে আসার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে অপরিচিত কিছু ব্যক্তি তাকে জোর পূর্বক মোটরসাইকেল যোগে তুলে নিয়ে কেটরা নামক এলাকায় ধাঁরালো অস্ত্র দিয়ে জিহ্বা কেটে নেয়।
তাকে ছেঁড়ে দিলে সে রক্তাক্ত অবস্থায় দৌড়ে বাড়িতে ফিরে আসে। এ বিষয়ে সে থদবদ অবস্থায় ভয়ে কথা বলছে আমি তাদের কে চিনি না। এ বিষয়ে তার স্ত্রী মোছাঃ মমেনা বলেন,আমার স্বামীর কোন শত্রু থাকার কথা নয়। কে ঘটালো এমন অবস্থা,যারা এমন ঘটনা করেছেন তদন্ত পূর্বক ব্যবস্হার দাবি জানাচ্ছি বলে জানায়।
এ বিষয়ে স্হানীয় কমিশনার মেজাফ্ফার হোসেন উপস্থিত ছিলেন এ বিষয়ে তিনি বলেন,এমন নিরীহ ছেলের কোন শত্রু থাকার কথা নয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে বলে জানান। বিরামপুর থানা বিষয়টি তদন্তে নেমেছেন মর্মে জানা যায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.