|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় সরকারী মালামাল চুরি থানা অভিযোগ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ ফেব্রুয়ারি, ২০২১
ফেনীর ছাগলনাইয়া সরকারী মালামাল চুরি ও ভেঙ্গে পেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শুভপুর ইউনিয়নস্থ চম্পকনগর এলাকায় সৌর শক্তি নির্ভর সেচ পদ্ধতি প্রকল্পে। এবিষয়ে সোসাইটি ফর আরবান এন্ড রুরাল এডভাসমেন্ট (সুরা) ছাগলনাইয়া শাখার প্রজেক্ট সমন্বয়ক শাহীদ আনোয়ার বাদী হয়ে ছাগলনাইয়া থানা অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
বাদী শাহীদ আনোয়ার লিখিত অভিযোগে জানান, সোমবার (১ ফেব্রুয়ারী) সকালে কর্মস্থলে আমি সহ প্রজেক্টের অন্যন্য কর্মকর্তা কর্মচারীরা এসে দেখতে পাই প্রজেক্টের ব্যবহৃত যন্ত্রপাতি ভেঙ্গে ও অন্যন্য জিনিস চুরি করে নিয়ে যায় কে বা কাহারা। চুরি হওয়ায় সরকারী মালামালের মধ্য ছিল, ২টি আলফা বাল্প যাহার মূল্য ৪০ হাজার, ২টি ইয়ার বেন্ড পাইপ যাহার মূল্য ৭ হাজার, প্রজেক্টের ব্যবহৃত ২টি রাইজার কনস্ট্রাকশন সোলার প্যানেল ভেঙে দেয় যাহার মূল্য ৫০ হাজার, নির্মাণাধীন সাইড থেকে ব্যবহৃত পাইপ ও অন্যন্য জিনিসপত্র ভেঙ্গে চুরি করে নিয়ে যায় যাহার মূল্য ৪৭ হাজার টাকা। মোট ১ লাখ ৯৪ হাজার টাকার মালামাল অজ্ঞাতনামা চোরের দল নিয়ে যায়। বাদী আরো জানান, সরকারী মালামাল উদ্ধারের জন্য ছাগলনাইয়া থানা হাজির হয়ে অভিযোগ দায়ের করি।
এলাকাবাসী ও প্রজেক্ট কর্মকর্তাদের সূত্রে জানাযায়, কয়েকদিন ধরে নির্মিত প্রজেক্টের জায়গা নিয়ে সেচ পানি চলাচলের পাইপ বসানো কে কেন্দ্র করে বাপ্পী নামক এক জমির মালিক ও এক স্থানীয় ইউপি সদস্যর মধ্য প্রজেক্ট কর্মকর্তাদের সাথে কথা কাটাকাটি হয়। এটাকে কেন্দ্র করে কোন এক মহল এইসব চুরির ঘটনা ঘটাতে পারে বলে মন্তব্য করেন এলাকাবাসী। এইদিকে প্রজেক্ট সমন্বয়ক শাহীদ আনোয়ারের দাবী কেনা সূত্রে এই জায়গার মালিক এনজিও (সূরা)। যাহা সবকিছু বৈধ কাগজপত্র রক্ষিত আছে।
এবিষয়ে ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ জানান, অভিযোগ পত্র পাওয়ার পর পরই এসআই মাঈন উদ্দিনকে তদন্ত করার জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে সরকারী মালামাল কে বা কাহারা চুরির সাথে জড়িত তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.