|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শেরপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪ জন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ জানুয়ারি, ২০২১
শেরপুর-ঝিনাইগাতি মহাসড়কে ট্রাক-সিএনজি’র মুখোমুুখি সংঘর্ষে ঝরে গেল নারীসহ ৪ তাজা প্রাণ। আহত হয়েছে শিশুসহ আরও ৪ জন। রবিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে বাজিতখিলা মির্জাপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রবিবার সকাল সাড়ে আটটার দিকে মির্জাপুর এলাকায় ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার থেকে শেরপুরগামী একটি সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় ৩ জন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়। নিহতরা হলেন- জেলার নালিতাবাড়ী উপজেলার নলজোড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা (৩০), একই উপজেলার চাঁদগাঁও গ্রামের তায়েব আলীর ছেলে সেলিম (২৫), তিনআনী ঘুটুরাপাড়া গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে আব্দুল মান্নান (৫৮) ও বন্ধধারা গ্রামের ইউসুফ আলীর ছেলে জোবেদ আলী (২৫)। আহরা হলেন- নালিতাবাড়ীর নলজোড়া গ্রামের নিহত রোকসানার সাত বছর বয়সী কন্যাশিশু রুমি, একই উপজেলার নন্নী বাইগড়পাড়া গ্রামের মিষ্টার আলীর ছেলে মামুন (২৫) ও অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.