|| ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৭ই রমজান, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জের শ্রীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান ১০হাজার আর্থিক জরিমানা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ জানুয়ারি, ২০২১
মুন্সীগঞ্জের শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মৎস্য সংরক্ষন ও সুরক্ষা আইনে ৫ জনকে ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার। অবৈধভাবে মাছ বিক্রির অপরাধে ৫ জনের কাছ থেকে ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব সমীর কুমার বসাক, RAB-11 এর অধিনায়ক জনাব প্রনব কুমার প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.