|| ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৭ই রমজান, ১৪৪৬ হিজরি
নাম এক হওয়ার কারণে আসামির বদলে আশিকুর রহমান আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ জানুয়ারি, ২০২১
মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ির পাশেই ঘটেছে এই ঘটনা টি।
আশিকুরের পরিবার সুত্রে জানা গেছে, মোঃআশিকুর রহমান (ডাক নাম মামুন) পিতা মোঃ আকমল হোসেন মাতা মোছাঃ মাকছুদা বেগম। সে এই মামলার বিষয়ে কিছু জানেনা, পুলিশ এসে তার নাম ও তার বাবার নাম জানতে চায়,নাম বলতেই তাকে ধরে নিয়ে যায় মিঠাপুকুর থানার পুলিশ।
তার পরিবার আরো বলেন যে,আর কয়েক দিন পর আশিকুরের বিবাহের তারিখ ঠিক হয়ে আছে এমন সময় পুলিশ এই মিথ্যা হয়রানির কোন মানেই হয়না।একটু ভালোভাবে তদন্ত করে আসামি ধরলে এই ধরনের ভুল হতো না।
এলাকাবাসীর কাছ থেকে জানাযায়, মোঃ মামুন পিতা মোঃ মকমল সে দীর্ঘদিন ধরে তার শশুর বাড়ি (শঠিবাড়ি)তে বসবাস করতো বর্তমান সে শশুর বাড়ি তে থাকেনা।তার নিজ বাড়ি পীরগন্জ থানায়। মামুন তার শশুর বাড়িতে থাকাকালীন একটি মামলার আসামি হন।সেই মামলার সু বাদে মামুন কে ধরতে আসা পুলিশ মামুন কে না ধরে আশিকুর কে ধরে নিয়ে যায়।
আসামির বাড়ির লোকদের কাছ থেকে জানাযায়, মুল আসামি মামুন কে ধরতে তার শশুর বাড়িতে পুলিশ কখনোই আসে নাই।
পুলিশ আজকের সংগ্রাম কে জানায়,মামলার বিবরণ অনুযায়ী আশিকুরের সাথে সব তথ্য মিলে যায়। তাই তাকে ভুল করে মামুন মনে করে ধরে নিয়ে যাই। সেই সময় আশিকুর পুলিশ কে কিছুই বলেনি তাই এই ধরনের ভুল হয়ে যায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.