বাইজিদ মন্ডল,পশ্চিম বঙ্গ:-মেলা মানেই মিলন ক্ষেত্র,আর যার সাথেই মিশে আছে এই নামটি সেই মেলা প্রাণবন্ত হওয়ারই Iআজ থেকে মন্দিরবাজার বিধানসভার অন্তর্গত নিশাপুর গ্রাম পঞ্চায়েতের সৌজন্যে কৃষি মেলা, সম্প্রীতি মেলা ও রক্তদানের উৎসব এর মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় I উপস্তিত ছিলেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা মহাশয়, উপস্থিত ছিলেন মন্দিরবাজার বিধানসভার বিধায়ক
জয়দেব_হালদার, মন্দিরবাজার থানার আই সি শান্তিনাথ পাঁজা, মন্দিরবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ I এদিন পতাকা উত্তোলন এর পাশাপাশি ফিতে কেটে শুভ সূচনা ঘটে কৃষি ও সম্প্রীতি মেলা ২০২১ এর I
মেলা একদিকে যেমন রয়েছে রকমারি বিভিন্ন দোকান তেমনি বসেছে ড্রাগন ট্রেন,মূলত লকডাউন এর পরবর্তী সময় এই মেলা শুরু হওয়ায় স্থানীয় ব্যাবসায়ীরা খুশির মুখ দেখছে I পশ্চিম বঙ্গে দক্ষিন ২৪পরগনা থেকে বাইজিদ মন্ডল এর রিপোর্ট l