সিরাজুল ইসলাম লক্ষীপুরঃ
রামগতি আলেকজান্ডার লক্ষ্মীপুর,
পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আবি আবদুল্লাহ কে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বিএনপির লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা সাবেক সদস্য ছিলেন।
বুধবার (২৭ জানুয়ারী ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
কেন্দ্রীয় বিএনপির সিনিঃ যুগ্ম মহাসচিব এড্যাভোকেট রুহুল কবির রেজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক দলের সকল পদবীসহ প্রাথমিক সদস্য পদ আবি আবদুল্লাহ কে থেকে বহিষ্কার করা হয়। আবি আবদুল্লাহ দলীয় সিদ্ধান্ত না মেনে ধানের শীষ প্রতীকের বিপক্ষে লক্ষ্মীপুর জেলার রামগতি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হন।
বিএনপির দলীয় প্রতীকে নির্বাচন করছেন পৌর বিএনপির আহ্বায়ক শাহেদ আলী পটু।