বাইজিদ মন্ডল,পশ্চিম বঙ্গ:- আজ হুগলির পুরশুড়ায় সভা তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই হুগলিতে দলের অন্দরে মতভেদ মাথা ব্যাথা বাড়িয়েছে তৃণমূল নেতৃত্বের। বেসুরোও গাইতে শুরু করেছেন কেউ কেউ। এই পরিস্থিতে বার্তা দেন মমতা।
মহিলাদের বার্তা
বিজেপি বাড়াবাড়ি করলে মা বোনেরা হাতা খুন্তি নিয়ে ভাল করে রান্না করে দেবেন তো?
আমি জেলে থাকতে রাজি, বিজেপির ঘরে থাকতে রাজি নয়। বিজেপির কাছে মাথা নত করব না, তার চেয়ে নিজের গলা নিজে কেটে দেব।
আমি আপনাদের পাহারদার, আমি একজন কর্মী হিসেবে থাকতে ভালবাসি। আমি জনগণের সেবক।
ব্যারাকপুরে একবার জিতেছে, আগুন লাগানোর চেষ্টা করছে, বর্ধমানে আগুন লাগানোর চেষ্টা করছে। বাইরের গুন্ডা ঢুকতে দেবা না। খানাকুল হাসপাতালে ১০০ বেড করে দেব।
আগেরবার ১টা সিট নিয়ে গেছে, এবার তার প্রতিবাদে প্রত্যেকটা সিট তৃণমূলকে দিন। টাকা দিলে টাকা নিয়ে নিন, ভোট বাক্সে উলটে দিন।
তোমরা নেতাজিকে অপমান করেছে, তার আগে রবীন্দ্রনাথকে করেছ, তার আগে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছ। কংগ্রেস ও বামেদের সমর্থনে বিজেপি এখানে এসেছে। তিন ভাই জগাই, মাধাই, গদাই।
অনুষ্ঠানে গেলাম, আমায় টিজ করছে প্রধানমন্ত্রীর সামনে। আমায় বন্দুক দেখালে, বন্দুকের সিন্দুকে দেখাব।
বিজেপি ওয়াশিং মেশিন। যারা অনেক টাকা করেছে তারা টাকা রাখতে বিজেপিতে যাচ্ছে। যেতে চান তাড়াতাড়ি য়ান। তৃণমূল আপনাদের চায় না, বাংলা আপনাদের চায় না।
জুন পর্যন্ত রেশন ফ্রি, আগামিদিনেও ফ্রি চালু রাখব। বিজেপির মতো নয়, বিজেপি ভোঁ ভাঁ। আমার ছিলাম, আমারই থাকবো। হরেকৃষ্ণ হরে রাম , বিদায় যাও বিজেপি বাম। হরে কৃষ্ণ হরে হরে , তৃণমূল ঘরে ঘরে। আগে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হত, এখন মেয়েরা নিজের টাকায় নিজে পড়ছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হচ্ছে। আবার বিয়ের জন্যও টাকা দেওয়া হচ্ছে।আগে কাস্ট সার্টিফিকেট পেতে সময় লাগত, দুয়ারে সরকারে ১০ লক্ষ কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে। তারকেশ্বরে রেলের কানেক্টিং লাইন ছিল না, কেউ ভাবেনি। করা হয়েছে। উত্তরবঙ্গে যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে।বন্যা হলে আগে আমি ছুঁটে আসি, নতুন প্রজেক্ট হচ্ছে, আগামিদিনে বন্যা হবে না।তারকেশ্বর থেকে, জগদ্ধাত্রী পুজো, চুঁচুড়া থেকে ব্যান্ডেল চার্চ, সবেতেই উন্নয়ের ছোঁয়া।
আজকের সভা বুথ কর্মীদের ডেডিকেট করছি। নেতা তৈরি হয়েছেন কাজের মাধ্যমে। গাছ থেকে পড়ে তৈরি হয় না", বললেন মমতা। পশ্চিমবঙ্গে, দক্ষিণ ২৪ পরগনা থেকে বাইজিদ মণ্ডলের রিপোর্ট