|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে বিজিবির পৃথক অভিযানে মাদক ও শাড়ী আটক – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ জানুয়ারি, ২০২১
দিনাজপুরের বিরামপুর সীমান্তে ২০ বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দাউদপুর ও ঘাসুড়িয়া সীমান্ত ফাঁড়ির টহলদল টহলরত অবস্থায় পৃথক অভিযানে সীমান্তের বিভিন্ন স্থান থেকে ব্যাপক পরিমান ফেন্সিডিল, ইয়াবা ও শাড়ী কাপড় আটক করেছে।
দাউদপুর সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মো.মোকলেছুর রহমান জানান, ২৬ জানুয়ারী ভোররাতে সীমান্তের দাউদপুর পূর্ব মাঠ থেকে তার নেতৃত্বে টহলদল পরিত্যাক্ত অবস্থায় ৭৯ বোতল ফেন্সিডিল ও দুপুরে ২৬ পিচ ভারতীয় শাড়ী মালিকবিহীন উদ্ধার করেছেন। তিনি আরও জানান তার নেতৃত্বাধীন টহলদল সোমবার রাতে সীমান্তের কাঁচা রাস্তা থেকে ১৯২ পিচ ইয়াবা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছেন।
অন্যদিকে ব্যাটালিয়নের ঘাসুড়িয়া সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার মো. মোজাম্মেল হোসেন জানান,সোমবার রাত ৯টায় তার নেতৃত্বে টহলদল টহলরত অবস্থায় সীমান্তের মেইন পিলার ২৮৯ এর সাব পিলার ২৬ হইতে ২০০গজ বাংলাদেশ অভ্যন্তরে মাদক চোরাকারবারী তাড়া করে ১৯৮ বোতল ফেন্সিডিল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছেন।
এ বিষয়ে ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট, ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. ফেরদৌস হাসান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.