|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন সংক্রান্ত উদ্ধুদ্ধ করুণ আলোচনা সভা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ জানুয়ারি, ২০২১
কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন পরিষদের আয়োজনে সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন সংক্রান্ত উদ্ধুদ্ধ করুণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কাদলা ইউনিয়ন পরিষদে আলোচন সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম লালু’র সভাপতিত্বে ও ছাত্রলীগের নেতা মো.শরিফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বরিশাল জোন তত্ত¡বধায়ক প্রকৌশলী দীপষ্কর মন্ডল ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড চাঁদপুর নির্বাহী প্রকৌশলী মো.ইদ্রিস আলী মিঞা, চাঁদপুর পবিস-১ সিনিয়র জেনারেল ম্যানেজার মো.কেফায়েত উল্লাহ্, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঢাকা,উপ-পরিচালক (প্রশাসন) মো.আনিছুর রহমান, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির-১ কচুয়া জোনাল অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম,কাদলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় কাদলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের পল্লী বিদ্যুৎ গ্রাহক’রা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ায় সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন সংক্রান্ত উদ্ধুদ্ধ করুণ আলোচনা সভায় অতিথিকে ফুল দিয়ে বরন করছেন, ইউপি চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম লালু।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.