|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান,২ সিএনজি অটোরিক্সা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২১
মিরসরাইয়ে অগ্নিকান্ডে ছয় ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি সিএনজি অটোরিক্সা পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার মিঠানালা ইউনিয়নের বানাতলী ভোরবাজারে জাফর মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়েছে একটি সিএনজি গেরেজ, সুভাষ ও মৃদুলের ২টি সিএনজি অটোরিক্সা, বাপ্পির বসুন্ধরা ভিডিও এন্ড নার্সারী, সঞ্জয়ের সেলুন দোকান, দেলোয়ার হোসেন দেলুর মেশিনারী ষ্টোর ও জাফর হার্ডওয়ার।
স্থানীয় বাসিন্দা ও মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান চৌধুরী জানান, বুধবার ভোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি সিএনজি রিক্সা পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসীর সহযোগীতায় আগুনে নিয়ন্ত্রনে না আনলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তো। তবে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত তা জানা যায়নি।
মিরসরাই ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, এই বিষয়ে আমরা কোনো খবর পাইনি।
অগ্নিকান্ডের সত্যতা স্বীকার করেছেন মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.