|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে হতদরিদ্র পাঁচশ’ পরিবারের মাঝে লেপ বিতরন করলো এফডিএ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২১
ফরিদপুর সদর উপজেলায় হতদরিদ্র পাঁচশ’ পরিবারের মাঝে কাভারসহ লেপ বিতরণ করছে ফরিদপুর ডেভেলমেন্ট এজেন্সী (এফডিএ) নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
বুধবার সকাল সাড়ে ৯টায় শহরতলির টেপুরাকান্দি সংস্থার প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্রদের হাতে লেপ তুলে দেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক মো: আসলাম মোল্লা।
এফডিএ’র নির্বাহী পরিচালক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহিদী হাসান মিন্টু,বেনিফিসিয়ারীজ ফেন্ডশিপ ফোরাম(বিএফএফ) এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, কাজী আশরাফুল হাসান,এম এ জলিল,আসমা আক্তার মুক্তা, ডা. শামসুল হক, হাফিজুর রহমান মন্ডল, মো. আবু ছাহের আলম, ব্লাষ্টের জেলা কো-অর্ডিনেটর শিপ্রা গোস্বামী, প্রমুখ।
বক্তারা বলেন, এ তীব্র শীতে চরাঞ্চলের মানুষের অনেক কষ্ট হয়।এই শীতার্তদের পাশে দাঁড়ানোর একটি মহৎ কাজ। এফডিএ একটি মানবিক কাজ করেছে।শুধু প্রশংসা নয়, দায়িত্ব পালনে সকলকে একতাবদ্ধ হতে হবে। তবে বড় কাজ করা সম্ভব হবে
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.