|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জনগনের সুরক্ষায় আমরা সবসময় প্রস্তুত বিট পুলিশিং সভায় সার্জেন্ট সোহেল সরকার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২১
"মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর ছাগলনাইয়া থানাধীন ঘোপাল ইউনিয়নস্থ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাজিলপুর হাইওয়ে (মুহুরিগন্জ) পুলিশ ফাঁড়ির উদ্যোগে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ১২ টায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
ফাজিলপুর হাইওয়ে (মুহুরিগন্জ) পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সোহেল সরকারের সভাপতিত্বে ও ইউপি সদস্য শেখ আনোয়ার করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক মানিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোপাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আখতার হোসেন স্বপন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামশেদ আলম, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র শীল, ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সাব- ইনস্পেক্টর আবুল হোসেন ও ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মোঃ মোস্তাফা জানু সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ফাজিলপুর হাইওয়ে (মুহুরিগন্জ) পুলিশ ফাঁড়ির সদস্যগন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক মানিক বলেন, শেখ হাসিনার সরকার আমলে সুশাসন নিশ্চিত হয়েছে।
ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সোহেল সরকার বলেন ফাজিলপুর হাইওয়ে পুলিশ জনতাকে সেবা দিতে রাতদিন ২৪ ঘন্টা প্রস্তুত। বিট পুলিশিং আয়ত্বে একজন করে অফিসার থাকবে যাতে করে উপস্থিত সেবা পাওয়া যাবে। বিট -২ এর আওয়াতাধীন সুলতানা ফিলিং স্টেশন থেকে মুহুরী ব্রীজ পর্যন্ত রয়েছে বলে তিনি জানান। তিনি আরো বলেন পুলিশ জনগনের বন্ধু।তিনি তার মোবাইল নাম্বার সবাইকে রাখতে বলেন, যেকোনো সময় কল দিলে সেবা আপনাদের দৌড়গড়ায় পৌঁছে যাবে বলে অঙ্গিকার করেন।
সবার আগে সর্ব শেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। https://dainikbanglarodhikar.com/
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.