|| ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৬ই রমজান, ১৪৪৬ হিজরি
বিরামপুর পৌরসভায় আ’লীগ প্রার্থী বিজয়ী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ জানুয়ারি, ২০২১
দিনাজপুরের বিরামপুর পৌরসভায় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আক্কাস আলী বিজয়ী হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক।
আওয়ামী লীগের প্রার্থী আক্কাস আলী (নৌকা) পান ১৫ হাজার ৩৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতনন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার (নারিকেল গাছ) পান ৮ হাজার ৬৮৬ ভোট। নির্বাচনে অপর ২ প্রার্থী বিএনপির প্রার্থী হুমায়ুন কবির (ধানের শীষ) পান ১ হাজার ৮৩৬ এবং বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আজাদুল ইসলাম (মোবাইল) পান ১ হাজার ৩৯৫ ভোট।
বিরামপুর পৌরসভায় মোট ভোটার ৩৬ হাজার ৬৫৮জন। বিরামপুর পৌরসভায় ভোট পড়েছে ৭২ দশমিক ২২ শতাংশ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.