|| ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৬ই রমজান, ১৪৪৬ হিজরি
ভারতে টেম্পো-লরির মুখোমুখি ১১ জনের মৃত্যু -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২১
ভারতের কর্নাটকের ধারওয়ারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে ১০ জনই নারী। দুর্ঘটনায় গাড়ি চালকেরও প্রাণহানি ঘটেছে। আজ শুক্রবার সকালের এ দুর্ঘটনা ঘটে।
গোয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন দাবাঙ্গেরের নারীদের একটি ক্লাবের সদস্যরা। কিন্তু তার আগেই ধারওয়ারের কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে টেম্পোর। এতে ঘটনাস্থলেই মারা গেছে ১০ জন।
গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। সামান্য আঘাত লেগেছে দু'জনের। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হুবলির সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.