|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়া উপজেলায় ডঃ সেলিম মাহমুদের কম্বল বিতরন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২১
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক, কচুয়া উপজেলার কৃতি সন্তান ডঃ সেলিম মাহমুদ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গতকাল ১৪/০১/২০২১ রোজ বৃহস্পতিবার কচুয়া উপজেলার হতদরিদ্র ও দুস্থদের মাঝে তার নিজ অর্থায়নে সাড়ে ৭ হাজার পিস কম্বল বিতরন করেন।
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় সাচার উচ্চ বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরনি কাজের শুভসূচনা করেন।পরবর্তীতে পর্যায়ক্রমে কচুয়া ফায়ার সার্ভিস সংলগ্ন মাঠ,মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠ রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ মাঠে কম্বল বিতরন করেন।
ডঃ সেলিম মাহমুদ প্রত্যেকটি অনুষ্ঠানেই প্রধান অতিথির বক্তব্যে কচুয়া বাসীর নিকট বাংলাদেশের উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে তাহার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার্থে সকলের নিকট দোয়া কামনা করেন।তিনি তার বক্তব্যে বলেন,যতদিন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার দেশ পরিচালনার দায়িত্বে থাকবে ততদিন দেশের মানুষ তাদের মৌলিক চাহিদা মেটাতে পারবে।ততদিন মানুষ নিরাপদ ও নিরাপত্তার মাঝে বেঁচে থাকতে পারবে।তিনি কচুয়া বাসীর সুখে দুঃখের সারথি হিসেবে আমৃত্যু তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপসচিব ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র এ্যাড.জিল্লুর রহমান জুয়েল,কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী,কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম, ১১ নং গোহট দঃ ইউনিয়নের চেয়ারম্যান জনাব,সাহারিয়া শাহিন।
কচুয়া উপজেলা ছাত্র লীগের আহবায়ক সালাউদ্দিন সরকার,যুগ্ন আহবায়ক সোহাগ উদ্দিন, সুভজিত দাস সহ উপজেলা ছাত্র লীগের আহবায়ক কমিটির নেতৃত্বে স্ব স্ব ইউনিয়ন ছাত্র লীগের নেতৃবৃন্দ সহ আওয়ামী পরিবারের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সবশেষে ডঃ সেলিম মাহমুদ কচুয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নাজমুল আলম স্বপনের পক্ষে কচুয়া বাজারে নির্বাচনি মিছিল শেষে তার বক্তব্যে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে নৌকা মার্কার পক্ষে কাজ করার জন্য অনুরোধ করেন এবং পৌর বাসীর নিকট নিকট উন্নয়ন ও স্বাধীনতার প্রতিক নৌকা মার্কায় ভোট চান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.