|| ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৬ই রমজান, ১৪৪৬ হিজরি
আলোকিত ভুবন দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২১
অসহায় শীতার্তদের হাতে কম্বল পৌঁছে দিলেন আলোকিত ভুবন এর সভাপতি ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ সিআইপির পক্ষ থেকে শুক্রবার ৪ ফরিদপুর গোয়ালচামট অনুপ সাহার বাড়িতে দুই শতাধিক অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রদীপ সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, পাখি সাহা, ভোলা সাহা, আলোকিত ভুবনের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সোহাগ, আলোকিত ভুবনের সদস্য সুমন কুন্ড সুরজিৎ, শংকর সাহা, অনুপ সাহা, সুজিত রায়।
৮ নং ওয়ার্ড এর বসবাস করা হতদরিদ্র মানুষ ও কর্মজীবী দরিদ্র, ছিন্নমূল, অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
আলোকিত ভুবন এর সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি বলেন, শীতবস্ত্র নিয়ে আমরা চেষ্টা করছি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে, যাতে তারা শীতে কষ্ট না পায় এ লক্ষে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.