|| ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৬ই রমজান, ১৪৪৬ হিজরি
মাশরাফির টুর্নামেন্টে নূর একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন সুলতান একাদশ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২১
মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেটার মাশরাফি মুর্তজা আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বীরশেষ্ঠ নূর মোহাম্মদ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুলতান একাদশ।
মঙ্গলবার ফাইনাল শেষে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। চ্যাম্পিয়ন দলকে তিন লাখ টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে দুই লাখ টাকা ও ট্রফি দেওয়া হয়।
টুর্নামেন্টে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন একাদশ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ, চিত্রশিল্পী এসএম সুলতান একাদশ, চারণ কবি বিজয় সরকার একাদশ এবং জারি শিল্পী মোসলেম উদ্দিন একাদশ অংশগ্রহণ করে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.