|| ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৬ই রমজান, ১৪৪৬ হিজরি
ভারতীয় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২১
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্তে গরুপাচারের সময় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
আহতরা বর্তমানে রংপুরে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে নারায়ণপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সিপাড়া সীমান্তে আন্তর্জাতীক সীমানা পিলার ১০৪০'র সাব পিলার ১৬- এর কাছে তারা গুলিবিদ্ধ হন।
নারায়ণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। কচাকাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, নারায়ণপুর সীমান্তে মঙ্গলবার বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবকের আহতের সংবাদ পেয়েছি। তারা এখন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.