|| ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৬ই রমজান, ১৪৪৬ হিজরি
বল্লভপুরে সীমানা বিরোধ নিয়ে মারামারি থানায় পাল্টাপাল্টি অভিযোগ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২১
ছাগলনাইয়া উপজেলাধীন ৯ নং শুভপুর ইউনিয়নে বসত বাড়ির সীমানাকে কেন্দ্র করে মারামারির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় অত্র ইউনিয়নের দক্ষিন বল্লভপুর খন্দকার বাড়িতে।

লিখিত অভিযোগে বাদী আক্তার হোসেন জানান, পূর্ব হতে বাড়ির সীমানা নিয়ে হুমকি, ধামকি, গালিগালাজ সহ প্রাননাশের হুমকি দিয়ে আসছিল আসামী কবির আহম্মদের ছেলে মোঃ কৌশিক (২৫), মোঃ সিরাজের ছেলে আবুল হোসেন (২০), কবির আহম্মদের স্ত্রী পান্না আক্তার (৫৫), মৃত নজির আহম্মদের মেয়ে হাছিনা আক্তার খুশি (৫০), কবির আহম্মদ (৬০)। তারই ধারাবাহিকতা পূর্ব থেকে পরিকল্পনা করে হঠাৎ আসামীদ্ধয় সহ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসী আমাদের বসতঘরে অনধিকার প্রবেশ করে লাঠিসোঁটা লোহার রড, দা, ছেনি নিয়া আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় আসামীদের অতর্কিত হামলায় পরিবারের সকল সদস্যকে হাতে, পায়ে, বুকে, পীঠে এলোপাতাড়ি মেরে রক্তাক্ত জখম করেও ক্ষান্ত হয়নি কামড় দিয়ে আঙ্গুলের কাটা জখম করে। বাদী লিখিত অভিযোগে আরো জানান, এসময় আমাদেরকে শ্বাসরোধ করে হত্যা চেস্টা চালায়। আমার সার্টের কলার ধরে টেনেহিঁচড়ে পকেটে থাকায় ১০ হাজার ৫০০ শ' টাকা নিয়ে যায় এবংকি বসতঘরের অন্যন্য স্থাপনা ভাংচুর করে, যার পরিমান ২০ হাজার টাকা। মারধরের এক পর্যায়ে আমাদের চিৎকারে এলাকাবাসি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে যার চিকিৎসা রেজিঃ নং- বাদী ৫০/৭, ভিকটিম ৫১/৮, ভিকটিম ৩২/৯,। বাদী আরো জানান, আসামীদ্ধয় প্রতাপশালী হওয়ায় আমি ও আমার পরিবারের সকল সদস্য নিরাপত্তাহীনতা ভুগছি। আমরা প্রশাসনের নিকট আসামীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
এদিকে বিবাদী কবির আহম্মদ বাদী হয়ে আক্তার হোসেন'র নামেও পাল্টা অভিযোগ দায়ের করেছে ছাগলনাইয়া থানা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.