|| ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই রমজান, ১৪৪৬ হিজরি
রাজশাহী পবা থানা কর্তৃক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২১
১০ই জানুয়ারী পবা থানা, আরএমপি, রাজশাহী কর্তৃক শীতার্ত গরীবদের মাঝে কম্বল বিতরণ ও মানবতার দেওয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, শীতার্ত মানুষদের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেন।
এছাড়াও পুলিশ কমিশনার পবা থানার গেইট সংলগ্ন মানবতার দেওয়াল উদ্বোধন করেন। পরবর্তীতে সাংবাদিকদের সাথে মতবনিমিয়কালে পুলিশ কমিশনার বলেন, "মুজিব শতবর্ষ উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্যতম একটি মানবিক উদ্যোগ। তিনি মানবতার দেওয়ালে সমাজের স্বচ্ছল ও বিত্তবান মানুষকে তাদের অপ্রয়োজনীয় কাপড়-চোপড় প্রদান করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। কমিশনার আরো বলেন যে- এই ধরণের মহৎ উদ্যোগ অন্যান্য পুলিশ থানা গ্রহণ করলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হবেন এবং পুলিশ মানবিক পুলিশিং এর ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে, যা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বলে ভুমিকা রাখবে।" উক্ত অনুষ্ঠানে জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম), জনাব সোনিয়া পারভীন, সহকারী পুলিশ কমিশনার(শাহমখদুম), জনাব নাজমুল হাসান, সহকারী পুলিশ কমিশনার(স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার), জনাব শেখ মোঃ গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ, পবা থানা, জনাব নুরে আলম সিদ্দিকী, অফিসার ইনর্চাজ, এয়ারপোর্ট থানা, জনাব মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, শাহমখদুম থানা, আরএমপি, রাজশাহীসহ পবা থানার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.