|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নানান আয়োজনে সোনাগাজীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২১
সোনাগাজীতে নানান কর্মসূচির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
১০ই জানুয়ারি রবিবার সকালে উপজেলা আওয়ামিলীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, র্যালি, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন।
উপজেলা আওয়ামিলীগ সভাপতি প্রফেসর মফিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মিলাদ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা এডভোকেট নাছির উদ্দিন বাহার, মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল, নুরুল আফছার, আবু তৈয়ব বাবুল, সুলতান আহমদ, রূপম শর্মা প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন - উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, জেলা পরিষদের সদস্য আরিফ ভূঞা, পৌর কাউন্সিলর আইয়ুব খান, শেখ মামুন, যুবলীগ নেতা বিদ্যুৎ মহাজন, শাখাওয়াত হোসেন রানা, শিমুল মোমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন চৌধুরী।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিজাম উদ্দিন হাজারী এমপি, আওয়ামিলীগের নেতৃবৃন্দ, দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এতে উপজেলা আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.