|| ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই রমজান, ১৪৪৬ হিজরি
চাঁদপুরের হাজিগঞ্জ শাহরাস্তিতে শীতবস্ত্র বিতরণ করেন ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনে- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ জানুয়ারি, ২০২১
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন বলেন “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ অসহায় মানুষের প্রতি করুণা নয়,তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
শুক্রবার বিকালে কম্বল বিতরণকালে শাহরাস্তি দোয়াভাঙ্গায় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার মেয়র পদ প্রত্যাশী মো. মোশারফ হোসেন মুশু পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মুকবুল চোধুরী, আওয়ামীলীগ নেতা মিরণ বিএসসি, হুমায়ন কবির হিরু, ইমন, ফিরোজ মাষ্টার, ছাত্রলীগ নেতা নেছার আহম্মেদ পাটোয়ারী, মহিনউদ্দিন, লিটন ও অলক প্রমুখ।
হাজিগঞ্জ উপজেলার টোরাগড়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন বতু মিয়াজী, হাজিগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কবির কাজী, ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, হাজীগঞ্জ উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ আজগর হোসেন, পৌর তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম হোসেন, হিউম্যান হেল্প ফাউন্ডেশনের সভাপতি ও হাজীগঞ্জ পৌর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল মিয়াজী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন এ বছরের শীতের শুরুতে পাঁচ শতাধিক শীতবস্ত্র বিতরন করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.