|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পটুয়াখালী হেতালিয়া বাঁধঘাটে ভয়াবহ অগ্নি কান্ডে ১৪ টি দোকানে অগ্নিকাণ্ড-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ জানুয়ারি, ২০২১
পটুয়াখালী হেতালিয়া বাঁধঘাটে টাউন কালিকা পুর ৯ নং ওয়াডে
ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে হেতালিয়া বাঁধঘাট এলাকার সেতারা ক্লিনিক রোডে এ ঘটনা ঘটে।
সকল ব্যবসাইদের ক্ষয় ক্ষতি ও
আগুনে আনুমানিক ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
প্রায় দুই ঘন্টা চেষ্টার পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- দেবাশীষ কর্মকারের রাজলক্ষ্মী গোল্ড হাউজ, নজরুল ইসলামের বিসমিল্লাহ টেইলার্স, রাজ্জাক মৃধার রিফাত পল্টি সেবা, সাইফুল ইসলামের সাইফুল কসমেটিকস, রিয়াজুল ইসলামের রিয়াজ পল্ট্রি সেবা, জুয়েল ইসলামের জুয়েল ইলেকট্রেনিক্স, / ইলিয়াস মৃধা এর চায়ের দোকান, মানিক পাল হাড়ি পাতিলের দোকান, শিবু কর্মকারের স্বর্নের দোকান, সুমনের চায়ের দোকান, আলতাফ এর লেপ তোশকের দোকান।
রাজলক্ষ্মী গোল্ড হাউজের মালিক দেবাশীষ কর্মকার জানান, আলতাফের লেপ তোশকের দোকানে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পরে।
তিনি বলেন, জীবনের সবটুক সঞ্চয় জমা করে দোকান দিয়েছি। এখন কিভাবে সংসার চালাবো। সরকারিভাবে যদি আমরা সহযোগিতা পেতাম তবে পরিবার নিয়ে কোনো রকম চলতে পারতাম।
আজ বুধবার সকালে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. লতিফা জান্নাতি ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি সহায়তার আশ্বাস দেন।।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.