সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলাধীন ১০ নং ঘোপাল ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, দ্বীন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল গণি আহম্মদ দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ৬ টায় অত্র ইউনিয়নের পূর্ব ঘোপাল মুহুরি পুকুর পাড় সংলগ্ন মাঠে পূর্ব ঘোপাল একতা সংসদ'র আয়োজনে ও আলহাজ্ব আবদুল গণি আহম্মদ এর পৃষ্ঠপোষকতায় দিবারাত্রি টুর্নামেন্ট এর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৯নং শুভপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিম।
পূর্ব ঘোপাল একতা সংসদ সভাপতি মোশারফ হোসেন পাটোয়ারী'র সভাপতিত্বে ও চাঁদগাজী স্কুল এন্ড কলেজ'র প্রভাষক মোর্শেদ হোসেন'র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোপাল ইউপি চেয়ারম্যান এফ.এম আজিজুল হক মানিক। বিশেষ অতিথি ছিলেন ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শাহীন মিয়া।
এসময় আরো উপস্থিত ছিল, বল্লভপুর স্কুল এন্ড কলেজ'র অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক আবদুর রহিম পাটোয়ারী, ব্যবসায়ী হাবিবুর রহমান পাটোয়ারী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মানিক লাল মজুমদার, পূর্ব ঘোপাল একতা সংসদ'র সদস্য ও ইউপি সদস্য জিয়া উদ্দিন শিমুল সহ স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ আরো অনেকেই।
উদ্বোধনী অনুষ্ঠানে সপ্তাহব্যাপী দিবারাত্রি মিনিবার ফুটবল খেলায় বক্সমাহমুদ মর্ডান ফুটবল একাডেমি বনাম চট্রগ্রাম পোর্ট কলোনি ফুটবল ক্লাব'র মধ্য আক্রমন পাল্টা আক্রমনে পুরো অধ্যায়ের খেলাটি শত শত দর্শক উপভোগ করেন। খেলায় ১-১ সমতা হওয়ায় পরবর্তী ট্রাইবেকার এ চট্রগ্রাম পোর্ট কলোনি ফুটবল ক্লাবকে ১ গোলে হারিয়ে বক্সমাহমুদ মর্ডান ক্লাব জয়লাভ করে। ম্যাচ পরিচালনা করেন রেফারি জাহাঙ্গীর আলম মানিক, হারাদন চৌধুরী, সামছুল হুদা মামুন। এসময় খেলোয়াড়দের সুরক্ষার কাজে নিয়োজিত ছিল পল্লী চিকিৎসক ডাঃ সাইফুল আলম।
আলহাজ্ব আবদুল গণি আহম্মদ দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় ১৬ টি দল অংশগ্রহন করছে। পূর্ব ঘোপাল একতা সংসদ সংলগ্ন মুহুরি পুকুর পাড় মাঠে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা চলবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।