মোঃমাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুরজেলা প্রতিনিধি:
বেগম রোকেয়া স্মরণে এক আলোচনা সভা ও রেলি আজ সকাল ১০ টায় পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌরসভার হিসাবরক্ষক ফজলুল করিম আলাল, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, প্রধান নিবার্হী কর্মকর্তা শাহজাহান মিয়া প্রমুখ।
সভায় সভাপতির ভাষণে মেয়র শেখ মাহতাব আলি মেথু বলেন, ফরিদপুরে নারীরা অধিকার আদায় অনেক বেশি শক্তিশালী অবস্থান গ্রহণ করছে। তিনি আগামীতে নারীদের বিভিন্ন অধিকার আদায় এ ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন বেগম রোকেয়া নারী শিক্ষার অগ্রদূত। তার জন্ম না হলে এ দেশের নারীরা বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়তো। নারী শিক্ষার জন্য তিনি চিরকালই স্মরণীয় হয়ে থাকবেন। তারা বলেন নারীদের স্বাবলম্বী না করতে পারলে সমাজের উন্নতি অসম্ভব। তাই সমাজের উন্নতিতে নারী পুরুষ সবাইকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানানো হয়।