|| ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি
নান্দাইলে রসুলপুর আলিম মাদ্রাসার অধ্য মাও. রফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০২০
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী রসুলপুর আলিম মাদ্রাসার অধ্য মাওলানা রফিকুল ইসলামের বিদায়ী সংবর্ধনা বৃহস্পতিবার অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রী মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি আবু তালেব ভূইঁয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানে শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে বিদায়ী অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও মানপত্র প্রদান করা হয়ন।


শিক সুজাদ রায়হান বুলবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সদ্য বিদায়ী অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, গভর্নিং বডির সদস্য মাওলানা ডাঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, অভিভাবক সদস্য সামছুল হক, শিক্ষানুরাগী ব্যাক্তি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক শাহ আলম ভূইঁয়া, ইউপি সদস্য আব্দুল হক তারা মিয়া, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুস সালাম, সাবেক সভাপতি শাহনেওয়াজ, অধ্য আব্দুর রশিদ, শিক মাহবুবুর রহমান, অধ্য আব্দুল জলিল, এনামুল হক, তাজুল ইসলাম, আব্দুল আজিজ, মনসুর আহেম্মদ, হাজী সামসুদ্দিন, সমাজ সেবক আব্দুল জলিল, আলী আকবর, নাজের আহম্মেদ, অধ্যরে সন্তান শিক্ষক নূর মোহাম্মদ প্রমুখ। মানপত্র পাঠ শেষে অত্র মাদ্রাসা প্রতিষ্ঠানের ভবিষ্যত অগ্রগতি ও ছাত্র-ছাত্রীদের উন্নত শিক্ষাদান এবং বিদায়ী অধ্যক্ষ রফিকুল ইসলাম সহ সকলের জন্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ সহ অভিভাবক, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও মিডিয়াকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.