|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিরামপুরের ইউএনও পরিমল কুমার সরকার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০২০
ইংরেজী নববর্ষ ২০২১ উপলক্ষে বিরামপুর বাসীকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
তিনি এক বার্তায় সর্বস্থরের মানুষ সহ দেশ ও বিরামপুরবাসীর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, পুরনো দিন ও বছরের সকল প্রকার ব্যর্থতা ও গ্লানি মুছে দিয়ে সবার জীবনে নতুন বছর বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
দেশ তথা বিশ্ববাসী বর্তমানে বৈশ্বিক মহামারি করোনার ভয়াল থাবায় জর্জরিত ও আতংকিত। এ থেকে মুক্তির জন্য সবাইকে সৃষ্টিকর্তার দরবারে ক্ষমা ও নৈকট্য লাভ করতে হবে। আশা করেন ২০২১ সাল সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে মহান রাব্বুল আলামিনের কৃপায় সবার জন্য অর্জন ও সাফল্যের বছর হয়ে উঠবে এটা আমার বিশ্বাস। আসুন পূরনো দিনের গ্লানি মুছে নতুন বছরের স্বপ্নকে বুকেঁ ধারণ করে সবাই কাধে কাধ মিলিয়ে একে অন্যের দুঃখ কষ্টকে ভাগাভাগি করে নেই। এ দেশটাকে একটি সুখী, সমৃদ্ধিশালী দেশ গড়ে তুলি ও মানুষের প্রতি ভালবাসার হাত বাড়িয়ে দেই এবং শ্রদ্ধাশীল হই। এমনটি বুঁকে লালন করলেই আমরা নতুন বছরের স্বপ্নটাকে সত্যি করে তুলতে পারবো।
তিনি আরো বলেন আমরা যদি দেশের প্রতি অকৃতিম ভালবাসা ও দেশত্ববোধ জন্মাতে পারি তাহলে বাংলাদেশকে একটি সুশৃঙ্খল, উন্নয়নশীল ও সভ্য জাতি হিসাবে বিশ্ব দরবারে গড়ে তোলা সময়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.