|| ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি
ভারতের সর্ব কনিষ্ঠ মেয়র-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২০
আরজা রাজেন্দ্রণ।তিনি সেইন্ট কলেজের গণিত দ্বিতীয় বর্ষের অনার্সের একজন শিক্ষার্থী।বয়স মাত্র ২১ বছর।এই তরুণ বয়সেই ভারতের কেরালা রাজ্যের তিরু অনন্ত পুরম পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।মিস্ রাজেন্দ্রণ ভারতের সর্ব কনিষ্ঠ মেয়র হিসাবে শপথ নিতে যাচ্ছেন।নতুন ইতিহাসই বটে।তিনি মূলত একজন ছাত্রনেত্রী।স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়ার কেরালা শাখার একজন সক্রিয় সদস্য তিনি।রাজনীতিই তার নেশা।রাজনীতিই তার আগ্রহের জায়গা।প্রতিপক্ষ ইউডিএফ প্রার্থী শ্রীলেখাকে ২৮৭২ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন তিনি।
দক্ষিণ এশিয়ার সব তরুণ রাজনৈতিক কর্মীদের জন্য এক অনুপ্রেরণার নাম নবনির্বাচিত তরুণ মেয়র ২১ বছরের আরজা রাজেন্দ্রণ।
রাজনীতিতে মেধাবী তরুণরা এগিয়ে আসলেই এগিয়ে যাবে দেশ।সেটা যে দেশ যে সমাজই হোকনা কেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.