|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া পৌর শহরে তালা ভেঙ্গে নগদ টাকা সহ মালামাল চুরি- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২০
ছাগলনাইয়া পৌর শহরে জমদ্দার বাজারে হঠাৎ করে চুরির হিড়িক। পৌর শহরের প্রানকেন্দ্র জমাদ্দার বাজারে নামে বেনামে অনেক কমিটি থাকলেও নেই কোন কার্যক্রম। মধুমতি মার্কেটের পূর্ব পাশে মেসার্স আবিদ ষ্টোর, মেসার্স শাহাদাত এন্টারপ্রাইজ ও মেসার্স খুরশিদ এন্টারপ্রাইজ এই তিনটি দোকানে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে কোন এক সময় তালা ভেঙ্গে নগদ টাকা সহ মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল।
দোকানের মালিকদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো ২৮ ডিসেম্বর রাত ১০ টার মধ্যে দোকান বন্ধ করে আমরা নিজ নিজ বাসা বাড়ীতে ফিরে যাই। ২৯ ডিসেম্বর সকালে দোকানের সামনে আসলে দেখতে পাই দোকানের স্যাটার খোলা ও কিছু মালামাল দোকানের বাহিরে পড়ে রয়েছে এবং ভিতরের মাল গুলি এলোমেলো ভাবে পড়ে রয়েছে। তাৎক্ষনিক বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের কে জানাই। এই ব্যপারে ছাগলনাইয়া থানা একটি লিখিত অভিযোগ দায়ের করি।অভিযোগের ভিত্তিতে ঘটনার স্থল পরিদর্শন করেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবর রহমান পিপিএম সহ পুলিশের একটি দল।
মেসার্স আবিদ ষ্টোরের মালিক জসিম উদ্দিন এর দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা ও চুরি হওয়া বিভিন্ন খাদ্য সামগ্রী যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার, মেসার্স শাহাদাত এন্টারপ্রাইজ এর মালিক মোঃ ছালেহ আহাম্মদ এর দোকান থেকে স্পিকার ও ইলেক্ট্রনিক্স পন্য যাহার মূল্য ৮০ হাজার ও মেসার্স খুরশিদ এন্টারপ্রাইজ এর গোডাউন থেকে বিভিন্ন কোম্পানির খাদ্য সামগ্রী যার মূল্য প্রায় ৬০ হাজার টাকা সহ সর্বমোট ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.