ছাগলনাইয়া উপজেলাধীন ১০ নং ঘোপাল ইউনিয়নে সরকারি সেবামূলক প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় অত্র ইউনিয়নের ভূমি অফিস, স্বাস্থ্য সেবা কেন্দ্র ও ইউনিয়ন পরিষদ সহ অন্যন্য সরকারি আওয়াতা স্থাপনাগুলি পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান ইউনিয়ন ভূমি অফিস, স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শনকালে স্থানীয় জনগন ও সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সময় ভূমি অফিসে ভূমি রেজিষ্ট্রি, খতিয়ান সৃজন, নামজারীসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এ ছাড়াও ভূমি অফিস সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ মানুষ যাতে কোন প্রকার সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট অফিসে কর্মরতদের সজাগ থাকার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন।
স্বাস্থ্যসেবা প্রদানে কর্মরতদের আরো যত্নবান হতে হবে। এ সময় তিনি স্বাস্থ্যসেবা নিয়ে চিকিৎসা সেবা নিয়ে আলোচনা করেন।
ঘোপাল ইউনিয়ন পরিষদে পরিদর্শনে আসলে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান অত্র ইউনিয়ন চেয়ারম্যান এফ.এম আজিজুল হক মানিক সহ সকল ইউপি সদস্য। ইউনিয়ন পরিষদের সামগ্রিক উন্নয়ন মুলক অবকাঠামো নিয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান ঘোপাল ইউনিয়ন পরিদর্শনে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম ও জেলা পরিষদ কার্যলয়ের নির্বাহী ম্যাজিস্টেট রজত কুমার বিশ্বাস, একটি বাড়ি একটি খামার উপজেলা সমন্বয়ক মোঃ রফিক। পরিদর্শন উপলক্ষে আগত অতিথিদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করে ইউনিয়ন পরিষদ।