|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
৩০০ উইকেটের মাইলফল রেকর্ড সাউদির-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২০
নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলকে পা রেখেছেন টিম সাউদি। কিউইদের মধ্যে কেবল তার ওপরে আছেন রিচার্ড হ্যাডলি (৪৩১) ও ড্যানিয়েল ভেট্টরি (৩৬১)। বে ওভালে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে হারিস সোহেলকে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ বানিয়ে এই মাইলফলকে পা রাখেন সাউদি। এর আগে তিনি সাজঘরে ফেরান ওপেনার শান মাসুদকেও। টেস্টে ৩৪তম বোলার হিসেবে এবং কিউই পেসারদের মধ্যে হ্যাডলির পরে ৩০০ উইকেট শিকারীর অভিজাত ঘরে পা রাখলেন সাউদি। সাদা পোশাকের ক্রিকেটে সর্বোচ্চ ৮০০ উইকেট নিয়ে সবার শীর্ষে শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। পেসারদের সর্বোচ্চ ৬০০ উইকেট জেমস অ্যান্ডারসনের। ইংলিশ পেসার সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছেন চতুর্থ স্থানে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.