|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জের মিরকাদিমে পারাপারের সময় লঞ্চের ধাক্কায় নিহত-১-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২০
২৯শে ডিসেম্বর মঙ্গলবার আনুমানিক ভোর ৪টার সময় মুন্সীগঞ্জের সদর থানার মিরকাদীমের লঞ্চ ঘাটে নদীর মাঝ খানে ট্রলারে করে পারাপারের সময় লঞ্চের ধাক্কায় ১জন ট্রলার আরোহী নিহত হয়েছে এবং ২জন আহত। ট্রলারের মাধ্যমে লঞ্চ থেকে যাত্রী ওঠা-নামার সময় অঞ্জাত আরেকটি লঞ্চের ধাক্কায় ২জন আহত এবং ১জন নিহত হয়
ঘটনাস্থল তথ্য সুত্রে জানা যায়, মিরকাদীম লঞ্চ ঘাটে প্রায় প্রতিনিয়ত সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে ট্রলারে করে যাত্রী ওঠা-নামা করা হয়। মঙ্গলবার ভোর ৪টার সময় ট্রলারে করে নদীর মাঝে যাত্রী নামানোর সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি অজ্ঞাত লঞ্চের ধাক্কায় একটি ট্রলার দূর্ঘটনার শিকার হয়। এ দূর্ঘটনায় শেষ খবর পাওয়া পযর্ন্ত ১জন নিহত হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন মিরকাদীমের স্থায়ী বাসিন্দা বলেন, প্রায় সারা বছর ই অবৈধ ভাবে ট্রলারে করে যাত্রী ওঠা-নামা করা হয়। একটি অসাধূ সিন্ডিকেট যাত্রীদের পারাপারের সাথে জড়িত রয়েছে। তাদের স্বার্থ হাসিলের জন্য লঞ্চ ড্রাইভারদের মিরকাদিম লঞ্চ ঘাটে লঞ্চ না ভিড়াতে হুমকি দেয়।
এ বিষয়ে হাতিমারা তদন্ত কেন্দ্রের এএসআই এমদাদ হোসেন জানান, খবর পেয়ে দূর্ঘটনা স্থলে গিয়ে তেমন কোন তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। দূর্ঘটনায় আহত শাহিন সিরাজি নামের একজনের সাথে কথা বলেছি। দূর্ঘটনাটি ভোর সকালে হওযার কারণে তিনি ও তেমন কোন তথ্য দিতে পারেনি।
মুন্সীগঞ্জ সদর থানার এসআই মো. বাবুল ইসলাম জানান, এ দূর্ঘটনায় ১জন নিহত ও ২জন আহত হয়েছে। ঘাতক লঞ্চের নাম জানা যায়নি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.