|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে ওসির হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, জরিমানা করলেন উপজেলা নির্বাহী অফিসার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২০
দিনাজপুরের বিরামপুর থানার ওসির হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এক মাদ্রাসা শিক্ষার্থী। সে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের স্থানীয় এক মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী।
এসময় বাল্যবিবাহ করায় আলফাজ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা এবং মেয়েকে বাল্যবিবাহ দিবেন না মর্মে মেয়ের বাবার থেকে মুচলেকা নেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে নবম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীর সাথে পৌর শহরের শান্তিমোড় মহল্লার দবির উদ্দিন এর ছেলে আলফাজ হোসেনের বিয়ার আয়োজন করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে বিয়ের আসরে পৌঁছে বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার পরিমল সরকার জানান, থানার ওসির মাধ্যমে খবর পেয়ে আলফাজ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা এবং মেয়েকে বাল্যবিবাহ দিবেন না মর্মে মেয়ের বাবার থেকে মুচলেকা নেয়া হয়েছে
এস এম মাসুদ রানা বিরামপুর দিনাজপুর।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.