|| ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি
ঢাকায় এখন আসছে না শৈত্য প্রবাহ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২০
রাজধানী ঢাকার ওপর দিয়ে কোনো শৈত্য প্রবাহ এখনই বয়ে যাবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডিসেম্বরের শেষ নাগাদ কিংবা জানুয়ারির প্রথম দিকেও শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই। তবে বর্তমানে যেসব অঞ্চলের ওপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, সেসব স্থানে এটি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাওয়ের আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আজও ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে না এলে সেটিকে শৈত্য প্রবাহ বলা যাবে না। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেও এমন সম্ভাবনা নেই যে ঢাকা ও এর আশেপাশের অঞ্চলে তাপমাত্রা নেমে আসবে এবং শৈত্য প্রবাহ হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.