|| ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি
আজ দ্বিতীয় দফায় ভাসানচরে পৌঁছল ১৮০৪ রোহিঙ্গা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২০
দ্বিতীয় দফায় কক্সরবাজার থেকে আরো ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রোহিঙ্গাদের বহনকারী নৌবাহিনীর সাতটি জাহাজ ভাসানচরে পৌঁছয়। এর আগে প্রথম দফায় সফলভাবে এক হাজার ৬৪২ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। গতকাল সোমবার দ্বিতীয় দফায় কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে আজ ভাসানচরের উদ্দেশে যাত্রা করে ১৮০৪ জন। এদের মধ্যে ৮৪৮ জন শিশু ও ৫২৩ জন নারী রয়েছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.