|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দ্বিতীয় করোনা ওয়েভ ঠেকাতে বিশেষ ব্যবস্থা বিমানবন্দরে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ ডিসেম্বর, ২০২০
করোনার দ্বিতীয় ওয়েভ ঠেকাতে বিশেষ ব্যবস্থা বিমানবন্দরেং
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ভারত থেকে করোনার ভ্যাকসিন আনার সব প্রক্রিয়া শেষ হয়েছে। জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন দেশে আসবে। বৃহস্পতিবার বিএমএ মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার তিন কোটি ডোজ ভ্যাকসিন আনছি। ভ্যাকসিন আনার পুরো প্রক্রিয়া শেষ। তিনি বলেন, শুরুতে করোনার চিকিৎসা পদ্ধতি জানা ছিল না। শুরুতে কিছুটা ঘাটতি থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। চিকিৎসকরা অব্যাহতভাবে সেবা দিয়ে যাচ্ছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.