|| ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি
জেল থেকে মুক্তি পেলেন সাংবাদিক কাজল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ ডিসেম্বর, ২০২০
ফটোসাংবাদিক সফিকুল ইসলাম কাজল জেল থেকে জামিনে মুক্ত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে কেরানীগঞ্জ জেল থেকে মুক্তি পেয়ে বাসায় যান তিনি। শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক এতথ্য নিশ্চিত করেছেন। ঢাকা থেকে নিখোঁজ হয়েছিলেন সাংবাদিক কাজল। তার সন্ধান চেয়ে আন্দোলনে নামেন সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ।
এক পর্যায়ে গত ৩ মে তার সন্ধান পাওয়া যায়। সন্ধান পাওয়ার পর বেনাপোল থেকে গ্রেপ্তার করে কাজলের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করে পুলিশ। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.