|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
একজন জিয়ার আদর্শের সৈনিক শহীদ সরকার- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ ডিসেম্বর, ২০২০
যার রক্তে মাংসে শিরা উপশিরায় মিশে আছে শহীদ জিয়াউর রহমান'র হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৮৯ সালে একজন সক্রিয় কর্মী হিসেবে যোগদান করে বিএনপির রাজনীতিতে পথ চলা তা আজও বিরামহীন ভাবে সক্রিয়। তিনি হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৮ নং রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রাম (জিনার হাট) এর শহীদ সরকার। রাজনীতির পদার্পনের শুরুতে ১৯৮৯ সালে মধুগ্রাম জিনারহাট শহীদ জিয়া স্মৃতি সংসদ এর পরিচালনার কমিটির সদস্য, ১৯৯৯ সালে সিনিয়র যুগ্ন সম্পাদক, ২০০৩ সালে ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক, ২০০৫ সালে রাধানগর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক, ২০০৯ সালে ৭ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক, ২০০৯ সালে ইউনিয়ন বিএনপি প্রচার সম্পাদক, উপজেলা বিএনপি'র সাবেক সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শহীদ সরকার তাঁর দীর্ঘ রাজনীতি জীবনে চাওয়া পাওয়া নিয়ে অনেকটা ক্ষোভ প্রকাশ করে দৈনিক বাংলার অধিকার এর প্রতিবেদককে জানান, দীর্ঘ ত্রিশ বছর ধরে জাতীয়তাবাদী দল (বিএনপি) ছাগলনাইয়া উপজেলা শাখার অধীনে রাজনীতি করে আসছি। কিন্তু বর্তমানে উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে স্থান না হওয়া আমি বিস্মিত হতবাক!! তিনি আরো জানান, জানিনা ব্যর্থতা আমার নাকি উপজেলা নেতৃবৃন্দের? তবুও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান'র স্বপ্নের ১৯ দফা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাবো। শহীদ সরকার আরো জানান, উপজেলা বিএনপির সাথে আছি, থাকব যতদিন বেঁচে আছি। আর যতদিন জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতা না আসবে ততদিন সংসার করার ইচ্ছা নেই। জাতীয়তাবাদী দল (বিএনপি) সহযোগী সংগঠন জেলা উপজেলা ও ইউনিয়ন সহ সকল নেতৃবৃন্দের প্রতি সম্মান জানিয়ে শুভেচ্ছা জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.