|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জাপান প্রবাসী ইঞ্জিনিয়ার মো. জসীম উদ্দিনের ইমু আইডি হ্যাক,থানায় জিডি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ ডিসেম্বর, ২০২০
মোঃশরিফ হোসেন।। জাপান প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ জসীমউদ্দীনের ইমু হ্যাক হওয়ার বিষয়ে ওনার ফেইসবুকের দেওয়ালে বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছেন।
সেই সতর্কীকরণ বিজ্ঞপ্তির আলোকে সকলের বিশেষ অবগতির জন্য জানানো যাইতেছে যে,বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জসীম উদ্দিন-এর ইমু আইডি হ্যাক হয়েছে। হ্যাকার ইতোমধ্যে ঢাকার দক্ষিণ বনশ্রীতে ইঞ্জিনিয়ার মো. জসীম উদ্দিন-এর বাড়ী জসীম ভবনের (শাপলা বিল্ডিং) ম্যানেজার জামাল হোসেনের কাছ থেকে ত্রিশ হাজার টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নিয়েছে।
এ ব্যাপারে খিলগাঁও থানায় জামাল হোসেন সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর- ৯৯৭, তারিখ- ১০-১২-২০২০। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, ইমু আইডি হ্যাক করে হ্যাকার ওই আইডি হতে ইঞ্জিনিয়ার মো. জসীম উদ্দিন-এর নাম করে ০১৮৭৯৪৩৫৮৭৫ ও ০১৮৭৯ ৪৩৫৭০৪ নম্বরে জামাল হোসেনকে ত্রিশ হাজার টাকা বিকাশে পাঠাতে বললে জামাল হোসেন সরল বিশ্বাসে ত্রিশ হাজার টাকা পাঠায়। পরে সে জানতে পারে হ্যাকার তার সাথে প্রতারণা করে টাকা নিয়েছে।
এ ব্যাপারে ইঞ্জিনিয়ার মো. জসীম উদ্দিন ১২ ডিসেম্বর তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, এতদ্বারা বিশেষ অবগতির জন্য জানানো যাইতেছে যে, আমার ইমু আইডিটি হ্যাকারের দখলে আছে। পরবর্তী আমার নোটিস না পাওয়া পর্যন্ত কেউ এই আইডির সংগে কোনো প্রকার যোগাযোগ রাখবেন না। ইতোমধ্যে প্রতারক হ্যাকার, রা ঢাকায় অবস্থিত আমার দক্ষিণ বনশ্রী জসীম ভবন (শাপলা বিল্ডিং)এ দায়িত্বরত ম্যানেজার জামাল হোসেনের কাছ হইতে প্রতারণা করে ওই আইডি থেকে মেসেজ পাঠিয়ে বিকাশের মাধ্যমে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে তিনি সবাইকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.