|| ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেল চালকের জরিমানা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২০
ছাগলনাইয়া পৌর শহরে উপজেলা পরিষদ এর সামনে চৌরাস্তায় সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেল চালক সহ মোট ১১ জনকে ২ হাজার ৮ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সাজিয়া তাহের চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, রবিবার (২০ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় পৌর শহরের উপজেলা পরিষদের সামনে চৌরাস্তায় ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং হেলমেট পরিধান না করাসহ নানা অভিযোগে সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেল চালকসহ মোট ১১ চালকের ২ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়।
এসময় শীতকালীন সময়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপস্থিত সকলকে সর্তক করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.