|| ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি
সংকট কাটিয়ে ঐক্যবদ্ধ হবে গণফোরাম: ড. কামাল হোসেন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২০
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমরা দলের অভ্যন্তরীণ সংকট কাটিয়ে ঐক্যবদ্ধ কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছি। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে নিজের বেইলি রোডের বাসায় বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে জানান ড. কামাল হোসেন। দলীয় বৈঠকের পরে সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন, আমাদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল সেটা সমাধান হয়েছে। এখন আমরা ঐক্যবদ্ধভাবে কাউন্সিল করবো। আগামী ৯ জানুয়ারি দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে নতুন কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হবে। লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, বর্তমানে দেশে অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান। ঘুষ দুর্নীতি বিদেশে অর্থ পাচারসহ দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। এর থেকে উত্তরণের জন্য দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানাচ্ছি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.