|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় পালাখাল দক্ষিন পাড়া যুব মানব কল্যাণের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২০
‘ জয় করবো মানবতাকে, পাশে আছি নির্ভয়ে’ এই স্লোগানে কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল দক্ষিন পাড়া যুব মানব কল্যাণের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পালাখাল দক্ষিন পাড়ায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পালাখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে ও বিআইডবিøউটিএ কর্মকর্তা মো: আবু ছালেহ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মো: রাসেল আহমেদ। এসময় সংগঠনের সদস্যবৃন্দ প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সংগঠনের উপদেষ্টা ও গবরখোলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মো: আলী আশর্^াদ,কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক জিসান আহমেদ নান্নু,উপদেষ্টা মন্ডলীর সদস্য জসিম মিয়াজী প্রমুখ।
এসময় ইউপি সদস্য সফিউল খান,আব্দুল মান্নান মনু,সংগঠনের সভাপতি মেহেদী হাসান,সাধারন সম্পাদক বোরহান উদ্দিন,সাংবাদিক মাসুদ রানা,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মেধাবী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
কচুয়া: কচুয়ার পালাখাল দক্ষিন পাড়া যুব মানব কল্যাণের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.