|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি
প্রকাশের তারিখঃ ১৪ ডিসেম্বর, ২০২০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের উদ্যোগে আয়োজিত একটি আন্তর্জাতিক ভার্চ্যুয়াল সম্মেলনে বক্তারা ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের দ্বারা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি করেছেন। তাঁরা বলেন, ২৫ মার্চ পাকিস্তানি সেনারা যে হত্যাযজ্ঞ ঘটিয়েছে, তা আন্তর্জাতিক সংজ্ঞা অনুসারে নিঃসন্দেহে গণহত্যা। এর স্বীকৃতি পাওয়া উচিত।
‘একবিংশ শতাব্দীতে গণহত্যা ও গণসহিংসতা বিষয়ে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন: ইতিহাস থেকে শিক্ষা’ শিরোনামের তিন দিনের ভার্চ্যুয়াল সম্মেলনটির প্রথম দিন ছিল রোববার। জাতীয় সংগীত পরিবেশন ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সন্ধ্যা ছয়টা থেকে প্রায় চার ঘণ্টা ধরে দুটি অধিবেশনে বক্তারা কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.