|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২০
বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
"জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান" এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন মিরসরাই উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
শনিবার (১২ ডিসেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গন ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সরকারি কর্মকতা কর্মচারীদের র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালিতে মিরসরাই উপজেলা পরিষদের সর্বস্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারী ও জনসাধারন বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহন করে।এসময় র্যালী অংশগ্রহনকারী মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকতা মিনহাজুর রহমান বলেন, যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদের কোনোভাবেই ছাড় নয়। ভাস্কর্য ভাংচুর এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার গনদাবীকে সমর্থন জানাচ্ছি আমরা।
র্যালীতে আরো উপস্থিত ছিলেন, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি লাবিব আব্দুল্লাহ, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মুজিবুর রহমান পিপিএম,জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর হোসেন মামুন,উপজেলার মাধ্যমিক কর্মকার্তা হুমায়ুন কবির খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অ: দা:) নাজমুন নাহার, সমবায় কর্মকর্তা দীপক দাস।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.