|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ভিডিও চ্যাট ও স্ক্রিন শেয়ারিং স্মার্টআপ ‘স্কোয়াড’ এখন টুইটারের-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২০
‘স্কোয়াড’ নামের নতুন এক স্টার্টআপ কিনেছে টুইটার। অ্যাপটি নিজ ব্যবহারকারীদেরকে বন্ধুদের সঙ্গে একই সময়ে ভিডিও চ্যাট এবং স্ক্রিন শেয়ার করতে দেয়। প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, মালিকানা হাতবদল চুক্তির অংশ হিসেবে স্কোয়াডের পুরো দল, এমনকি অ্যাপটির সহ-প্রতিষ্ঠাতা এস্থার ক্রফোর্ড এবং ইথান সাটিন-ও টুইটারে যোগ দেবেন। ক্রফোর্ড জানিয়েছেন, টুইটার তাদের দলের অডিও এবং ভিডিও অভিজ্ঞতাকে নিজেদের কাজে লাগাতে চাইছে। তিনি আরও বলেছেন, পুরো দল “নতুন ফরম্যাট তৈরির অপেক্ষায় রয়েছে যা মজার, অর্থবহ এবং আকর্ষক আলাপনে অনুমোদন দেবে।”
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.