|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফ্রান্সে ম্যাক্রোঁবিরোধী প্রতিবাদ-বিক্ষোভ চরমে, আটক ১৫০-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২০
ফ্রান্সে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে নতুন নিরাপত্তা বিলের কারণে প্রতিবাদ-বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পুলিশকে বেশি ক্ষমতা ও সুরক্ষা দেওয়া বিলটি বাতিলের দাবিতে দেশটি রাজধানী প্যারিসে শনিবার বৃষ্টিভেজা রাস্তায় বিক্ষোভে নামেন কয়েক হাজার মানুষ। কিন্তু অতিরিক্ত পুলিশ বিক্ষোভের মধ্যে ঢুকে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসব বিক্ষোভ থেকে প্রায় দেড়শ মানুষকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ তথ্য জানিয়েছেন ফ্রেঞ্চ স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডার্মানিন। আগের বিক্ষোভগুলোতে দোকানপাট ও গাড়ি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলাকারীদের ধরতে বিক্ষোভের ভেতর পুলিশ ঢোকে বলে দাবি কর্তৃপক্ষের। নতুন প্রস্তাবিত ওই বিল অনুযায়ী, পুলিশের জন্য ক্ষতিকর হয় এমন ছবি ও ভিডিও করা যাবে না। ইতোমধ্যে সংসদের নিম্নকক্ষে বিলটি পাস হয়েছে। বিলটি গণমাধ্যমের স্বাধীনতা সংকোচন ও পুলিশের নিষ্ঠুরতা বাড়াবে উল্লেখ করে লোকজন ওই বিক্ষোভ শুরু করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.