|| ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি
পদ্মা সেতুই প্রমাণ করে শেখ হাসিনা গতিশীল নেতৃত্ব: মতিয়া চৌধুরী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২০
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, নিজেদের অর্থে পদ্মা সেতু এখন দৃশ্যমান। একই সাথে প্রমাণ হয়েছে শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব। আর নেত্রীর এই গতিশীল নেতৃত্বের কারণেই বিদেশি সাহায্য ছাড়াই আজ পদ্মা সেতু নির্মাণ সম্ভব হচ্ছে। শনিবার নগরীর টাউন হলের অ্যাড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বেগম মতিয়া চৌধুরী এসব কথা বলেন। দলীয় সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে দেশ ও জাতীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা বলেন, তা করে দেখান। তার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের ধারাবাহিকতা নিয়ে এগিয়ে চলেছে। এটি শুধু শেখ হাসিনার নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে।’
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.