|| ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি
করোনায় আক্রান্ত পাকিস্তানি অভিনেত্রী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২০
সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হওয়া পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান করোনায় আক্রান্ত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিজেই জানিয়েছেন অভিনেত্রী। হিন্দুস্তান টাইমসের খবর, ইনস্টাগ্রামে নিজের কোভিড পরীক্ষার ফল পজিটিভের খবর জানিয়ে মাহিরা খান বলেছেন, যদিও কঠিন, তবে শিগগিরই এ অবস্থা কাটিয়ে উঠবেন বলে আশা তাঁর।
ওই বার্তায় মাহিরা খান বলেন, ‘আমার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমি আইসোলেশনে আছি এবং গত কয়েক দিন যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অবগত করছি।
এটা কঠিন, কিন্তু দ্রুতই সব ঠিক হয়ে যাবে, ইনশা আল্লাহ।’ সেইসঙ্গে তিনি সবাইকে মাস্ক পরার জোর অনুরোধ করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.