|| ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি
ওড়িশায় গুলিতে নিহত দুই মাওবাদী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২০
আজ ভারতের ওড়িশার মালকানগিরি জেলায় রোববার সকালে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে দু’জন মাওবাদী নিহত হয়েছে। তার আগে দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে বলে জানা গিয়েছে। নিহত দুই মাওবাদীর একজন মহিলা। মালকানগিরির পুলিশ সুপারিটেন্ডেন্ট হৃষিকেশ ডি খিলাড়ি একথা জানিয়েছেন। আগে থেকেই খবর ছিল জেলার স্বাভিমান অঞ্চলের গজলমামুদীতে মাওবাদীরা লুকিয়ে আছে। সেইমতো জেলা পুলিশ বিএসএফ, এসওজি ও ডিভিএফ-এর সঙ্গে মিলে ওই মাওবাদীদের সন্ধানে যৌথ অভিযান চালায়। তল্লাশি অভিযান শুরু হওয়ার পরই বাহিনীর উপরে গুলিবর্ষণ শুরু করে মাওবাদীরা। উত্তর দেয় বাহিনীও। মুহূর্তের মধ্যে এলাকা ভরে ওঠে গুলির শব্দে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.